ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ফেনীতে চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর ফেনীতে চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর

ফেনী: ‘মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি’স্লোগানকে সামনে রেখে ফেনীতে ‘গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র’-এর প্রদর্শনী চলছে।

ছয় দিনব্যাপী এ কর্মসূচির বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছিল চতুর্থ দিন।  অভিনেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোকেয়া প্রাচীর তত্ত্বাবধানে গণস্বাক্ষর কার্যক্রমে অংশ নেন- মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প্রধান শিক্ষক মীর হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদরুদ্দিন, শ্যামল কান্তি নাথ, সহকারী শিক্ষক শিউলি ভৌমিক ও স্বপ্ন সাজাই সোনাগাজীর সমন্বয়ক রাজীব সারওয়ার প্রমুখ।

এর আগে, বিদ্যালয় মিলনায়তনে রোকেয়া প্রাচীর সামাজিক সংগঠন স্বপ্ন সাজাই’র ব্যবস্থাপনায় প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।  

এদিকে, দুপুরে উপজেলার কাজীর হাট মডেল হাই স্কুলে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রিক্তা রাণী নন্দী ও শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এরপর বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রদর্শিত হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’, তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ বেশকিছু প্রামাণ্যচিত্র।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।