ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশ হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশ হত্যার ঘটনায় মামলা লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশকে (২৮) পিটিয়ে হত্যা করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের বাবা মনির হোসেন  লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের হাজী আক্তারুজ্জামানের ছেলে আবু ইউছুফ (৫০), আবু ছায়েদ (৪৫) ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছা (৪৫)।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হত্যার প্রতিবাদে সাংবাদিকসহ সচেতন মহল নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দৈনিক রুপবানী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শাহ মনির পলাশকে তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। পরদিন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএসএ/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।