‘জিরো গ্রুপ হ্যাকার্স’ নামে একটি হ্যাকার গ্রুপের কাছ থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওয়েবসাইটটি উদ্ধার করা হয়।
বিআরটিএ’র সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে জানায়, বিআরটিএ-এর প্রযুক্তি বিভাগ চেষ্টা চালিয়ে ওয়েবসাইটটি উদ্ধার করেছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিআরটিএর ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যায়- ‘অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেন্ট। ’ হ্যাকাররা ওয়েবসাইটের স্ক্রিনে যে তথ্য দিচ্ছে তাতে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করছে।
এ বিষয়ে বিআরটিএর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটের মাধ্যমে বেশিরভাগ কাজ সম্পাদন করে বিআরটিএ। সারাদেশের যানবাহন তথ্য রয়েছে এখানে।
আরও পড়ুন>>
** হ্যাকারদের দখলে বিআরটিএ’র ওয়েবসাইট
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএ