বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দুর্গম পাহাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উছা মং এর ছেলে তুইসাং মং (৩৬), চালাচিং মারমার ছেলে এক্য মারমা (৩৯), মৃত চিনকং মারমার ছেলে মিফং মারমা (৪৫) ও মশিউলং মারমার ছেলে চাইনু মারমা (৩৬)।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ১১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১৪টি একনলা বন্দুক ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি রয়েছে।
তারা স্থানীয়ভাবে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে যৌথ বাহিনী।
র্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আলীকদম সেনাবাহিনীর সহায়তায় বনপুর রাজাপাড়াস্থ দুর্গম এলাকায় অভিযায়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলিসহ ওই চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে লামা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮, আপডেট: ১১৪৭
আরবি/