শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজার মোড় থেকে দক্ষিণ দিকে যানবাহন চলছে না। অন্যদিকে বেগম বাজার চান হোটেল, আবুল হাসনাত রোডে জেলখানার ঢাল, চক বাজার হাজী সেলিম টাওয়ার থেকে উত্তর দিকে কোনো যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ।
এসব পয়েন্টে কাঁটাতারের বেরিকেড দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। বাইসাইকেল, রিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
চকবাজারের পাইকারি মার্কেট থেকে যারা মালামাল কিনে ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে যান তাদের ভোগান্তি সবচেয়ে বেশি। নাজিম উদ্দিন রোড বন্ধ থাকায় বিকল্প রোডে যানবাহন চলছে। এতে এসব রোডে যানজট লেগেই থাকছে।
এতে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় ব্যবসায়ী আবুল মণ্ডল বলেন, রোড বন্ধ থাকায় বিকল্প পথে অনেক দূর ঘুরে আসতে হচ্ছে। আর ঘুরে আসতে গিয়ে সেসব রোডে যানজট লাগছে আরও বেশি।
এদিকে যারা পায়ে হেঁটে চলাচল করছেন চেকপোস্টে দিয়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের পর তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেদিন থেকেই এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএইচ/আরআর