ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সাদেকখান পেট্রোল পাম্প এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়রন (র‍্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন- স্বজল চৌধুরী, আক্তার হোসেন, মাসুদ সরদার, আবুল হোসেন ও শহীদ বেপারী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) র‍্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বজল চৌধুরী ডাকাতির দায়ে ৫ বছর সাজা খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। কারাগার থেকে বের হয়ে আবারও এ কাজ শুরু করে সে। তারা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চক্রটি ডাকাতি করে আসছিলো। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এএসপি ফিরোজ কাউসার।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।