ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পৌনে ৩৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বেনাপোলে পৌনে ৩৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ বিজিবি'র ৪৯ ব্যাটালিয়ন ও জব্দ হওয়া স্বর্ণের বার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এ স্বর্ণের চালান জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে।

পরে বিজিবি অভিযান চালালে চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ২০টি (প্রতিটি ০.৮৭৫) কেজি ওজনের স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক  ৩৩ লাখ ৭৫ হাজার টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।