শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
খালেদ মাহমুদ বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও ২০৪১ সালের মধ্যে ৪১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী আজহারুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ