ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতলবে ফেনসিডিলসহ দুই নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
মতলবে ফেনসিডিলসহ দুই নারী আটক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে ২২৪ বোতল ফেনসিডিলসহ তাছলিমা আক্তার (৪০) ও বৃষ্টি বেগম (২৫) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মোহনপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েন তারা।

তাছলিমা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার ইছাপুরা গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী এবং বৃষ্টি বেগম জেলার শ্রীনগর থানার নাগের হাট এলাকার শেখ কামাল হোসেনের স্ত্রী।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, আটক দুই নারী কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো কিনে বিক্রির জন্য মতলব হয়ে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাছলিমা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।     

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার (১৬ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।