ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বাবা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
গাজীপুরে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বাবা নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় দুই সংসারের ছেলে-মেয়েদের ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ ফেব্রুয়া‌রি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা ওই এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও নিহতের প‌রিবার সূত্রে জানা যায়, গাজীপুরের হায়দারাবাদ এলাকায় নিজ বা‌ড়িতে দুই স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতেন রাজ্জাক মোল্লা। বিকেলে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের ম‌ধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘ‌টে। পরে ওই ঝগড়া থামাতে গিয়ে রাজ্জাক মোল্লা মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন তি‌নি।  

এ সময় তাকে উদ্ধার করে টঙ্গী সরকা‌রি হাসপাতাল নিয়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

‌নিহতের ভাই সাদেক মোল্লা বাংলানিউজকে বলেন, দীর্ঘ দিন ধরে তাদের দুই সংসারের ছেলে-মেয়েদের মধ্যে ঝগড়া-বিবাদ চল‌ছিলো। শুক্রবার বিকেলে রাজ্জাক মোল্লার আগের ঘরের ছেলে বিল্লাল মোল্লা ও খোকন মোল্লা এবং পরের ঘরের সুমন মোল্লা ও স্বপন মোল্লাসহ তাদের প‌রিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মার‌ধ‌রে আহত হয়ে রাজ্জাক মোল্লা মারা যান।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। বিষয়‌টি তদন্ত করা হ‌চ্ছে।

বাংলা‌দেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৬, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।