ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোগের যন্ত্রণা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
রোগের যন্ত্রণা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

কুড়িগ্রাম: মৃগী রোগের যন্ত্রণা সইতে না পেরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইয়াসমিন খাতুন (১৪) নামে কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ইয়াসমিন উপজেলার সদর ইউনিয়নের রামরাম সেন গ্রামের ইয়াছিন আলীর মেয়ে ও ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পরিবারের অজান্তে নিজ কক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার একরামুল হক বাংলানিউজকে জানান, ইয়াসমিন র্দীঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলো। শুক্রবার সকালে সকলের অজান্তে ইয়াসমিন আত্মহত্যা করে।

এ সময় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান একরামুল হক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।