ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
উল্লাপাড়ায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু ডুবে যাওয়া দুই শিশু/ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ঘাটিনা সেতু এলাকায় মাছ ধরার সময় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে জেলেরা।

নিহত শিশুরা হলো- পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে মো. আহাদ (৩) ও একই গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে রাশিদুল (৩)।

তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আহম্মেদ রাত ১২টার দিকে বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে শিশু আহাদ ও রাশিদুল করতোয়া নদীর ঘাটিনা সেতুর উপর খেলা করছিল। খেলতে খেলতে তারা নদীতে পড়ে এবং ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।

রাতে ঘাটিনা ব্রিজের পাশেই পালপাড়া এলাকায় মাছ ধরার সময় জেলে সুনিল কুমার হলদার পর পর দু’টি শিশুর মরদেহ ভেসে আসতে দেখেন এবং স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।