ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নড়াইলে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় আটক ৩

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে এবং কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।  এদিকে, ঘটনার তিনদিন পার হলেও এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে। শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

অপরদিকে, নড়াইল সদর হাসপাতালে নিহত পলাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।