শনিবার (১৭ ফেব্রুয়ারি) বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব ও বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী বাংলানিউজকে জানান, শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার ঠিক ১০ মিনিট আগে সাব্বির পরীক্ষা কক্ষে ঢুকে কিছু ছাত্রকে নকল সরবরাহ করে।
পালিয়ে যাওয়া আজাহার আলী সাজু জামালপুর বার অ্যাসোশিয়েশনের সদস্য ও স্থানীয় নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আটক সাব্বির একটি কোচিং সেন্টারের মালিক।
সাব্বিরকে আটক করা হলেও আইনজীবী দ্রুত পালিয়ে যায়, তবে আইনজীবীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাব্বির ও পালিয়ে যাওয়া আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ