ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বগুড়ায় অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিহত স্কুলছাত্র মানিক মিয়া / ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মায়ের ওপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে মানিক মিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মানিক নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বাংলানিউজকে জানান, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)  দিনগত রাতে মানিকের মা তাকে সংসারের কাজে সহযোগিতা করার জন্য বলে। এতে করে সে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে গভীর রাতে গ্যাসের ট্যাবলেট সেবন করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে সকালে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।