শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাইলমারী বিলে বিষ প্রয়োগ করেছিল। কিন্তু প্যাকেট থেকে বিষ না ছড়ানোয় বিলের মাছগুলো বেঁচে যায়।
বিলের মালিক জাফর আকবর বাংলানিউজকে বলেন, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় কৃষক আতিয়ার রহমান বিলের মধ্যে তিনটি তরল বিষের সাদা প্যাকেট ভাসতে দেখে আমাকে খবর দেন। প্যাকেট গুলো সামান্য ফুটো করে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডো সালফার বা মেলোথর্ম জাতীয় বিষ এটি। সময় মতো বিষের প্যাকেটগুলো দেখতে না পেলে বিলের পুরো মাছ বিষক্রিয়ায় মারা যেতো।
এ ঘটনায় গাংনী থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ