ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য রক্ষা পেল মাইলমারী বিলের কোটি টাকার মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
অল্পের জন্য রক্ষা পেল মাইলমারী বিলের কোটি টাকার মাছ তরল বিষের প্যাকেট

মেহেরপুর: অল্পের জন্য রক্ষা পেল মেহেরপুরের গাংনীর মাইলমারী বিলের প্রায় কোটি টাকার মাছ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাইলমারী বিলে বিষ প্রয়োগ করেছিল। কিন্তু প্যাকেট থেকে বিষ না ছড়ানোয় বিলের মাছগুলো বেঁচে যায়।

বিলের মালিক জাফর আকবর বাংলানিউজকে বলেন, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় কৃষক আতিয়ার রহমান বিলের মধ্যে তিনটি তরল বিষের সাদা প্যাকেট ভাসতে দেখে আমাকে খবর দেন। প্যাকেট গুলো সামান্য ফুটো করে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডো সালফার বা মেলোথর্ম জাতীয় বিষ এটি। সময় মতো বিষের প্যাকেটগুলো দেখতে না পেলে বিলের পুরো মাছ বিষক্রিয়ায় মারা যেতো।

এ ঘটনায় গাংনী থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।