ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
হাতীবান্ধায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আওলাদ হোসেন (৩৮) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আওলাদ বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও মধ্য গড্ডিমারী এলাকার আব্দুস ছামাদের ছেলে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক আওলাদের আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া যায়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় বড়খাতা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহদুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।