ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক অস্ত্র-গুলিসহ আটক তিন ডাকাত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফলিয়ারপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা ডাকাতরা হলেন- মৃত আলী আহমদের ছেলে জসিম (২৮), ঝুমছড়ি গ্রামের শমশের আলমের ছেলে নুরুল আবছার (২৪) ও আব্দুস সোবাহানের ছেলে আবুল হাসেম (৩০)।

তারা সবাই উখিয়া উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ৪টি এসবিবিএল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ৬ রাউন্ড (১২ বোর কার্তুজ) গুলি জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

বিকেলে র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।