শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার লবণচরাস্থ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান।
আটকেরা হলেন- খালিশপুরের কাশিপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের ছেলে নাইমুর রহমান (১৬), রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৮), সবুর খানের ছেলে সাব্বির হোসেন (১৮), দৌলতপুর পাবলার আনোয়ারুলের ছেলে সাকিব হোসেন (১৮), মারিফুলের ছেলে মোনায়েম সাহরিয়া রাফি (১৬), হরিশেবকের ছেলে চয়ন রায় (১৭), যশোরের কোতয়ালীর মৃত মোরশেদের ছেলে ইব্রাহিম আল নাঈম (১৬) ও পিরোজপরের নাজিরপুরের সাত্তার মল্লিকের ছেলে সাজিদ (১৬)।
তিনি জানান, শনিবার এসএসসি’র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল) পরীক্ষা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়। ৩/৪ শ’ টাকার বিনিময়ে এ চক্রটি প্রশ্ন ফাঁস করে।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮/আপডেট: ১৮৪২ ঘণ্টা
এমআরএম/আরআর