রাস্তা কাটার পর সেই রাস্তা কার্পেটিংয়ের কাজ চলছে শামুক গতিতে। মোহাম্মদপুরের আদাবর প্রধান সড়ক, তাজমহল রোডের বিভিন্ন গলিতে এখন নতুন করে খোঁড়াখুঁড়ি চলছে।
রাস্তা খোঁড়াখুঁড়িতে চরম বিড়ম্বনার কথা জানান ফজলুল হক বাবু। তিনি বলেন, তাজমহল রোডের ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৩ সবগুলো লাইন (গলি) প্রায় তিন মাস ধরে কেটে রেখেছে। এক রাস্তার কাজ শেষ করে আরেক রাস্তায় কাজ ধরলে এতোটা দুর্ভোগ হতো না। এখন এমন অবস্থা হয়েছে বাড়ি থেকে বের হওয়া যায় না। রাস্তায় যেমনি ধুলা তেমনি আবার গর্ত।
সরেজমিনে তাজমহল রোডের ‘ডি’ ব্লকে দেখা গেছে, পাশের রাস্তার কার্পেটিংয়ের কাজ শেষ করে লেভেলিং না করে নতুন করে আরেক রাস্তায় কাজ শুরু হয়েছে। এতে ওই দুই রাস্তার কোনো বাড়ি থেকেই প্রাইভেটকার বা অন্য কোনো গাড়ি বের হতে পারছে না। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে সে অবস্থাও নেই। কেননা রাস্তা খুঁড়ে এমন গর্ত করা হয়েছে কাঠ বা বাঁশের চাঁটাই ছাড়া পার হওয়া যায় না।
২৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন বাংলানিউজকে বলেন, কার্যাদেশ অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো কাজ শেষ না হলেও চলাচল উপযোগী হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী শরিফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাজ শেষ পর্যায়ে। দু’একটি জায়গায় উচ্ছেদের প্রয়োজনীয়তা থাকায় হয়তো একটু সময় লাগবে। তবে আমাদের টার্গেট মার্চের প্রথম সপ্তাহে সব কাজ শেষ করা’।
আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকার সব রাস্তা সংস্কার কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে। এর ব্যত্যয় হলেই জরিমানার সম্মুখীন হতে পারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএম/জেডএস