ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার উকিলবাড়ী নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইট বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-ডাসার থানার পাথুরিয়া পাড়া এলাকার ট্রাক চালক আল আমিন হাওলাদার  (৩২) ও একই এলাকার চালকের সহকারী ফারুক হাওলাদার (৩৩)।

স্থানীয় স‍ূত্রে জানা যায়, মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কে ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার সময় সার্বিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০৯১০) একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের (যশোর- ন-১১-০১৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়।

এছাড়াও এ ঘটনায় সার্বিক পরিবহনের ১৫ যাত্রী আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮/আপডেট: ১৭৫৩ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।