রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে এ কথা জানিয়েছেন। ইতালি ও ভ্যাটিকান সিটিতে সরকারি সফর শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দু’দিনের যাত্রাবিরতি করেন। এর আগে ১১ ফেব্রুয়ারি রোমের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে যান শেখ হাসিনা।
সেখানে পোপ ছাড়াও ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমইউএম/এমএ/
** সোমবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী