তারা হলেন- হাবিলা বেগম (৫০), মেয়ে টুক্কুনি (৩০) ও স্বর্না (১৫)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পৌর শহরের ইসলামাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, ‘ওই গৃহবধূকে বাড়ি থেকে ধরে এনে ঘরে ভেতরে আটকে রেখে দিনভর মারধর করে শরীরের রক্তাক্ত স্থানে শুকনো মরিচের গুড়ো লাগানো হয়েছে। এছাড়া তার মাথার চুল কেটে মুখে চুনকালি মেখে ও গলায় জুতার মালা পড়িয়ে এলাকার বিভিন্ন রাস্তায় ঘুড়িয়েছে টুক্কুনি ও তার সহযোগীরা। ’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহামেদ বাংলানিউজকে জানান, গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামাবাদ গ্রামের সেলিনা বেগমকে (৩০) প্রতিবেশী টুক্কুনি’র স্বামী শহীদের সঙ্গে পরকীয়ার অভিযোগে ধরে এনে নির্যাতন করা হয়।
এতে সহযোগীতা করেন প্রতিবেশী আবু মিয়ার স্ত্রী ও টুক্কুনির মা হাবিলা বেগম ও বোন স্বর্না আক্তার এবং স্মৃতি আক্তার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই নারী উপজেলার ইসলামাবাদ গ্রামের সোলেমান মড়লের স্ত্রী ও দুই সন্তানের জননী। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। তার স্বামী নাম সোলেমান। তিনি সিএনজি চালক।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমএএএম/ওএইচ/