রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশ থেকে ওষুধের কাগজের কার্টনে ভরা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকের মরদেহটি ফেলে গেছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
টিএ