ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ছাত্রীদের আত্মরক্ষা বিষয়ক কর্মশালা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ফরিদপুরে ছাত্রীদের আত্মরক্ষা বিষয়ক কর্মশালা শুরু ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণের দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রীদের এক মাসব্যাপী খালি-হাতে আত্মরক্ষা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মোকাররম আলীর সভাপতিত্বে আত্মপ্রত্যয়ী নারী জীবন গঠনের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিনিধি লোনা টি রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

উদ্বোধনী দিনে প্রথম ব্যাচের এ প্রশিক্ষণে ওই বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর একটি দল অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মাসব্যাপী এ কর্মসূচি সম্পন্ন করে পরবর্তীতে ছাত্রীদের ছোট ছোট দলে করে পর্যায়ক্রমে স্কুলের সব ছাত্রীকে এ  কর্মসূচির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ফরিদপুর শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রশিক্ষিত একটি বালিকা দল খালি-হাতে আত্মরক্ষা কসরৎ প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।