ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পৃথক অভিযানে ১৬ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
দিনাজপুরে পৃথক অভিযানে ১৬ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ৬৫ পিস অ্যাম্পোল ইঞ্জেকশন, ১৬ বোতল ফেনসিডিল, ১শ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাই মদ জব্দ করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকরা সবাই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে পৃথকভাবে থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।