ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই বাংলার ভাষা উৎসব নিয়ে চলছে জোর প্রস্তুতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
দুই বাংলার ভাষা উৎসব নিয়ে চলছে জোর প্রস্তুতি  দুই বাংলার ভাষা উৎসব নিয়ে বোনাপোলে চলছে প্রস্তুতি-ছবি-বাংলানিউজ 

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে এবারও দুই বাংলার মোহনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিলিত হবেন হাজার-হাজার ভাষাপ্রেমীরা। আয়োজনকে ঘিরে সীমান্তে এখন সাজ সাজ রব। 

অনুষ্ঠানের আয়োজক বেনাপোল পৌরসভা ও ভারতের বঁনগা পৌরসভা। ভাষা উৎসবের ইভেন্ট অর্গানাইজার হিসাবে কাজ করছেন কাঠ পেন্সিলের কার্যনির্বাহী পরিচালক আব্দুস ছালাম সময়।

দুই বাংলার মাতৃভাষা দিবসের প্রতিটি মুহূর্তের সংবাদ ভাষাপ্রেমীদের কাছে পৌঁছে দিতে প্রচারমাধ্যম হিসাবে অনলাইন মিডিয়া পার্টনার হয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।  

পৌর মেয়র আশরাফুল আলম লিটন বাংলানিউজকে বলেন, জাঁকজমকভাবে অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দল-মত নির্বিশেষে সব গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে বলেও জানান মেয়র।

২১শে ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দিনভর দুই বাংলার আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে দেশত্ববোধক গানসহ বিভিন্ন আয়োজন থাকছে।  

এপার বাংলার আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, ৪৯-ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ও জেলা পুলিশ সুপার আনিসুর রহমান (বিপিএম, পিপিএম)।

ভারতের পক্ষে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভার সংসদ সদস্য শ্রীমত্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রেহেনা খাতুন ও শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জী, বঁনগা (দক্ষিণ) বিধানসভা বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস ও (উত্তর) শ্রী বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক ও  জেলা আঞ্চলিক পরিবহন  দপ্তরের সদস্য শ্রী গোপাল শেঠ, পশ্চিম বাংলার বিশিষ্ট কবি ও লেখক শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী অনুপম রায়, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় ও ফতেমাতুজ্জোহোরা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।