ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় বিজ্ঞান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বরগুনায় বিজ্ঞান মেলা শুরু মেলার উদ্বোধন

বরগুনা: বরগুনায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, সদর উপজেলার ৬নম্বর বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ৭নম্বর ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, ৯নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান শাহানেওয়াজ সেলিম প্রমুখ।

মেলায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।