সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক মান্নান মারুফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জাফর ওয়াজেদ আলী, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, মোস্তফা কাজল, শাজাহান মিয়া, উন্মূল আরা সুইটিসহ অন্যরা।
বক্তারা বলেন, সোহেল সানি ও আবুল বাশার নুরু অত্যন্ত সৎ এবং সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। এ কারণেই সানিকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং নুরু ভাইকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে।
‘সানি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং নুরু ভাই কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা এ অবস্থা দেখতে চাই না। আমরা সঠিক বিচারের দাবি জানাচ্ছি। অনেক ফেরারি আসামি এখন জামিনে বেরিয়ে যাচ্ছে, কিন্তু নুরু ভাইকে জামিন দেওয়া হচ্ছে না। এদিকে সানির ওপর আক্রমণকারীদের একজনকেও এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা এ পরিস্থিতির অবসান চাই। ’
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে রাজপথ অবরোধ করে আন্দোলন হবে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, আমাদের অধিকার রক্ষার্থে আন্দোলন করতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন আরো কঠোর হবে।
প্রতিদিন দুপুর ১টায় ডিআরইউ’র সামনে এ বিক্ষোভ সমাবেশ চলমান থাকবে বলেও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএএম/এএ