ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
চান্দিনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যের কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহম্মেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মহারং গ্রামের টিপু সুলতানের ছেলে ফুয়াদ আলম (১৮) ও দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (১৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সকাল ১০টায় জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে উপজেলার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে ফুয়াদ ও শাহরিয়াকে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুদ্দিন ও আসাদুজ্জামান। এসময় তাদের মোবাইলে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কারণে প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট তুষার আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।