সেই সিলেট নিয়ে এসেছে আরও একটি নতুন ব্র্যান্ডের চা। বাংলাদেশে চা মূলত সিলেটের ঐতিহ্য।
সোমবার (১৯ ফেব্রয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চা প্রদর্শনীতে বাংলানিউজকে নতুন এ ব্র্যান্ড সম্পর্কে বলেন প্রতিষ্ঠানের পরিচালক মুফরাদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সিলেটের আমতলী ‘চা বাগান’ ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে এদেশের চা শিল্পে অবদান রেখে চলেছে। ২০০৫ সালে আমরা এই বাগানে নিজস্ব চা প্রসেসিং ইউনিট চালু করি। পরবর্তীতে ২০১৬ সাল থেকে আমতলী বাগানে নিজস্ব চা পাতা থেকে ‘সিলোটি’ ব্র্যান্ডের চা উৎপাদন শুরু করি।
‘প্রাথমিক পর্যায়ে থাকা এই ব্র্যান্ডের পরিচিতি বাড়াতেই মূলতো প্রদর্শনীতে অংশ নিয়েছে ‘সিলোটি’। বর্তমানে তিনটি ভিন্ন স্বাদে উৎপাদিত এ চা ‘সিলোটি’ এবং ‘সপ আপ’ ফেসবুক পেজের মাধ্যমে কেনা যাচ্ছে। রয়েছে হোম ডেলিভারি সেবা। ’
আগামী এপ্রিলের মধ্যে দেশের সব বাজারে ‘সিলোটি চা’ পাওয়া যাবে বলেও জানান পরিচালক মুফরাদ মাহমুদ চৌধুরী।
চা প্রদর্শনীতে সিলভার ৭ নম্বর স্টলে ‘প্রিমিয়ার ক্লোন টি’, ‘স্পেশাল ব্লেন্ড টি’, এবং ‘স্পেশাল বোল্ড টি’- এই তিনটি স্বাদের চা পাওয়া যাচ্ছে।
এয়ার টাইট প্যাকটে প্রতি ৫শ গ্রামের ‘প্রিমিয়ার ক্লোন টি’র মূল্য ২৩০ টাকা এবং ২শ গ্রামের প্যাটের মূল্য রাখা হচ্ছে ৯৫ টাকা। স্পেশাল ব্লেন্ড টি ৫শ গ্রাম ১৮৫ টাকা ২০০ গ্রাম ৮৫ টাকা এবং স্পেশাল বোল্ড টি ৫শ গ্রামের মূল্য রাখা হচ্ছে ১৭৫ টাকা।
স্টলের দায়িত্বে থাকা কাওসার বাংলানিউজকে বলেন, প্রদর্শনীতে মূলত আমাদের পরিচিতি বাড়ানোটাই উদ্দেশ্য। তবে আমরা প্রচারের সঙ্গে সঙ্গে ব্যাপক ক্রেতা সাড়া পাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআইজে/এএ