ইদু কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন তারাপাশা বন্দের বাড়ি এলাকার সোহরাব মিয়ার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে ইদু সবার ছোট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের চতুর্থ তলায় বারান্দার বেডে গিয়ে কথা হয় শিশু ইদু ও তার পরিবারে সঙ্গে।
শিশু ইদু বাংলানিউজকে জানায়, ১৬ ফেব্রুয়ারি রাতে মোরগমহালের ভাইয়ের দোকান থেকে বাড়ি ফিরছিল সে। এসময় রেলস্টেশন সংলগ্ন বটতলা এলাকায় আইসক্রিম ফ্যাক্টরির মালিকের ছেলে বকুল তাকে ধরে চড়-থাপ্পড় দিয়ে পাশের জিআরপি থানায় নিয়ে যায়। পরে রাতে ইদুকে রেলওয়ে থানা থেকে নিজেদের আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে যায় বকুল। এরপর সেখানে নিয়ে বকুল ফ্যাক্টরির প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক পেটায় ইদুকে। এক পর্যায়ে প্লাস্টিকের পাইপটি ভেঙে গেলে লোহার পাইপ দিয়ে পেটায়। নির্যাতনের পর সারারাত ফ্যাক্টরিতে আটকে রাখা হয় তাকে। পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ছেড়ে দেওয়ার পর অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরে সে। পরে শরীরে ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেলে পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইদুর পরিবার জানায়, পুনরায় নির্যাতন-মারপিটের হুমকির কারণে তারা থানায় গিয়ে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না। রেলওয়ে থানা হেফাজত থেকে শিশুটিকে নিয়ে গিয়ে এমন বর্বর নির্যাতন করা হবে, তা তারা কল্পনাও করতে পারেননি।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওইদিন তিনি স্টেশনে ছিলেন না। তবে রোববার (১৮ ফেব্রুয়ারি) স্টেশনে এসে বিষয়টি জেনেছেন যে, শিশুটিকে থানায় আনা হলেও পরিবারের হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনটি