নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নকল চিপস ও চকলেট তৈরির দায়ে বাঁধন ফুড কারখানাকে ৫০ হাজার টাকা ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করায় বেকারি মালিক গাউসুল আযমকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এ অর্থদণ্ড দেন।
পরিমল কুমার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শহরের কুন্দল এলাকায় অস্বাস্থ্যবর পরিবেশে বাঁধন ফুড কারখানায় নকল চিপস ও চকলেট তৈরি করে বাজারজাত করা হচ্ছিলো।
এছাড়া শহরের হাতিখানা এলাকার বেকারি মালিক গাউসুল আযম নোংরা পরিবেশে পণ্য তৈরি করছিলেন। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।