গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে দুইটি কারখানাকে দুই লাখ ১৬ হাজার ৮৫৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ জরিমানা করেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই গাজীপুরের জে আর কে কালার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ২লাখ ১৬ হাজার ৮৫৮ টাকা এবং ইন্টারলিঙ্ক এক্সেসরিজ লিমিটেডকে ২ লাখ ৩৪ হাজার ৬৪ টাকা জরিমানা করা হয়েছে।
কারখানা দুটি দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে আসছিল। এর প্রেক্ষিতে ওই কারখানা দুটির মালিক পক্ষকে পরিবেশ অধিদফতরে তলব করা হয়। পরে এক শুনানিতে কারখানা দুটিকে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আরএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।