ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গুলিসহ আনসারউল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
সাতক্ষীরায় গুলিসহ আনসারউল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৫০ রাউন্ড গুলিসহ আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত হামিদুন্নবীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু ওরফে আক্তার ওরফে সাদ (৪০) ও আবুল খায়ের ঢালীর ছেলে আশরাফুল ইসলাম ঢালী (২৫)।

 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ভাদড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলের বাড়ির রান্নাঘরের পাশ থেকে ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় আটক করা হয় আশরাফুলকে। আনসারউল্লাহ বাংলা টিমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। পরে আশরাফুলের দেওয়া তথ্য অনুযায়ী এতে জড়িত জাহাঙ্গীর আলম বাবলুকে তার বাড়ি থেকে আটক করা হয়।  

এতে আরও বলা হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১৩ জন, জিআর মামলার দুইজন, সিআর মামলার একজনসহ ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৮  জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।