মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শামছুজ্জামান ওই গ্রামের মৃত খোরশেদ আলী খানের ছেলে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তুহিন আলী বাংলানিউজকে বলেন, শামছুজ্জামানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তিনি তাদের বাড়ির পাশের চাচার বাড়িতে চাচাতো ভাই শিশিরের সঙ্গে ঘুমাতে যান। শনিবার সকালে শামছুজ্জামান ও শিশিরকে বাড়ির লোকজন খোঁজে পায়নি। এ ব্যাপারে সোমবার শামছুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মঙ্গলবার সকালে শিশিরদের বাড়ির পাশে একটি পরিত্যাক্ত টয়লেটের ট্যাংকে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ খবর পেয়ে পুলিশ শামছুজ্জামানের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, মরদেহের মাথায় ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। কিছু আলামতও তারা উদ্ধার করতে পেরেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ