ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধা  বরিশালে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুস।

এরপরই পুস্পমাল্য অর্পণ করেন বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

এর পর একে একে পুস্পমাল্য অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল মহানগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা সিভিল সার্জন, জেলা আনসার কমান্ডার।

এছাড়া রাতেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।  

বাংলা‌দেশ সময়: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২১, ২০১৮
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।