একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের স্মৃতির প্রতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর এ আয়োজনটি করে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়।
সেজন্য অন্যভাষার প্রতি বীতশ্রদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, অন্যভাষাকেও আমাদের সম্মান দেখাতে হবে।
তিনি বলেন, ’৫২ সালের ভাষা আন্দোলন বা অমর একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ মানে উদারনৈতিক মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনা। এ দিনে কামনা করি সব ভাষা যেন যথাযথভাবে সংরক্ষিত হয়।
বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ইইউডি/এমআইএইচ/এইচএ/