ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টেকনাফে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার উদ্ধার করা ইয়াবা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ওই ইউনিয়নের ক্ষুরের মুখের শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।  

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে সাগরপথে একটি ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ সীমানায় প্রবেশ করে।

বিষয়টি খেয়াল করে বিজিবির টহল দল এগিয়ে গেলে নৌকায় থাকা লোকজন ৫টি বস্তা সাগর তীরে ফেলে রেখে সমুদ্রপথে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়

টেকনাফের ২-বিজিবির অধিনায়ক এস এম আরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।