ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দালালের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ঝিনাইদহে দালালের কারাদণ্ড আটক দালাল

ঝিনাইদহ: ঝিনাইদহে সুকান্ত সেন নামে এক দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ড দেন। সুকান্ত সেন সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইন কবির বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে শহরের মদনমোহন পাড়ার গাঙ্গুলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে পাসপোর্ট তৈরির জন্য ফরম, টাকা জমার রশিদ সংরক্ষণ করা হচ্ছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে সুকান্তকে আটক করা হয়। এসময় পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাকে পাসপোর্ট দালাল হিসেবে চিহ্নিত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।