সিলেট নগরীর ২ নম্বর ওয়ার্ডের সরষপুর ছড়ার ওপরে নির্মিত ভবন ভাঙনের কাজ দেখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট: ছড়া দখল করে নির্মিত আব্দুল গণির মালিকানা ছায়ানীড় ভবন ভাঙলো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে নগরের মদন মোহন কলেজ সংলগ্ন সরষপুর ছড়ার ওপর নির্মিত ১৬/২ বাস ভবনের একাংশ ভাঙা হয়।
সিসিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল গণির নির্মিত ভবন অর্ধেকটাই সরষপুর ছড়া দখল করে নির্মিত।
ছড়া-খাল উদ্ধারের কার্যক্রমের অংশ হিসেবে সিসিকের জরিপে বাসার অর্ধেকটাই ছড়ার ওপরিভাগে নির্মিত। সিসিক মেয়র সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভবন মালিককে ছড়ার মূল ৩ ফুট ভাঙার নির্দেশনা দেন। বাসার মালিকের সম্মতিতে এদিন ভবন ভাঙার কাজ শুরু করেন সিসিকের কর্মচারিরা।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, নাগরিক সুবিধার জন্য ছড়ার ওপর নির্মিত সব ধরণের স্থাপনা পর্যায়ক্রমে ভাঙা হবে। ইতোপূর্বে এরকম অভিযান চালানো হয়েছে। ছড়া উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে দখলদারদের কবলে থাকা এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনইউ/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।