শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শহরের লালবাগ কলেজপাড়ার পারভেজ ছাত্রাবাসের একটি বন্ধ কক্ষ থেকে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। এতে ঐ ছাত্রাবাসের প্রায় ৩৫টি কক্ষের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় পাশের ভাইভাই ছাত্রাবাসের কয়েকটি কক্ষেও আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিকট শব্দের কারণে গাইবান্ধা জেলার স্নাতকোত্তর শিক্ষার্থী জাকারিয়া ইসলাম ভীতসন্ত্রস্ত হয়ে আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অবকাঠামোগত তেমন ক্ষতি না হলেও শিক্ষার্থীদের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
জেএম