বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
মাদারীপুর: মাদারীপুরের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে ট্রাকচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার অদূরে ১০ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার জোগেন্দ্রনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাকিব হোসেন প্রামাণিক (১৬), একই গ্রামের মালেক সোনারের ছেলে হাকিম আলী সোনার (১৪) ও মশিন্দা গ্রামের সাইদুল ইসলামের ছেলে বায়েজিদ হোসেন (১৭)।
এদের মধ্যে রাকিব দূর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, হাকিম আলী একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র এবং বায়েজিদ হোসেন একজন লেদকর্মী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, সকাল ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জয়পুর পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে চর হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে বাইসাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)। অপর এক নারীর নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ