ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: লাইনচ্যুত উপবন ট্রেনের ১১টি বগি সরিয়ে নেওয়ায় প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটির ১১ বগি লাইনচ্যুত হয়।

এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) জেনারেল ম্যানেজার আব্দুল হাই বাংলানিউজকে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সবক'টি ইউনিট সর্বাত্মক চেষ্টা চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। এখন ট্রেন চলাচলে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

** সিলেট রুটে ১২ ট্রেনের শিডিউল বিপর্যয়
** লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলছে

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।