শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রকি রহমান উপজেলার জোতদৈবকী গ্রামের হযরত আলীর ছেলে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান খান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রকি লালপুর উপজেলার একজন শীর্ষ মাদক বিক্রেতা। রাজশাহীর চারঘাটসহ বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল আমদানি করে উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো রকি।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় রকি রহমানের নামে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ