শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজদ এ প্রকল্পের উদ্বোধন করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম মাহবুবুর রহামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম আক্কাস আলী।
গোপালগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাট জেলার ৫টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরবি/