ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুই শূন্য শূন্য ছয়’র ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
হবিগঞ্জে দুই শূন্য শূন্য ছয়’র ঘুড়ি উৎসব হবিগঞ্জে দুই শূন্য শূন্য ছয়’র ঘুড়ি উৎসব

হবিগঞ্জ: বসন্তকে নিজ রঙে রাঙিয়ে দিতে হবিগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এ অনুষ্ঠানের আয়োজন করে দুই শূন্য শূন্য ছয় পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

ঘুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও খাইরুল আলম শুভর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সফিউল আলম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহছান প্রমুখ।

উৎসব উদযাপন কমিটির সমন্বয়কারী মো. জাকারিয়া রকি বাংলানিউজকে জানান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার অন্তত পাঁচ শতাধিক লোক ঘুড়ি নিয়ে এ উৎসবে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।