শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সুহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, নূর আলমের সঙ্গে একই গ্রামের শাহজালাল ও খলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল বসত ঘরে ঢুকে নূর আলমকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, হাসপাতালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ