ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ফতুল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় ছোটন (১০) নামে চতুর্থ শ্রণির এক ছাত্র নিহত হয়েছে।

ছোটন দেলপাড়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ও ওই এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ফতুল্লার দেলপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদারুল আলম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ইটবাহী ট্রাক (নারায়ণগঞ্জ ট-১১-০২৫৪) দেলপাড়া বাজারের সামনে শিশুটিকে চাপায় দেয়। দ্রুত আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা পরপরই ট্রাকটি ফেলে চালক ও হেলপাড় পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর ট্রাকটি ভাংচুর ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আমল সেন্টুর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি শান্ত করা হয়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই দিদারুল আলম।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।