ছোটন দেলপাড়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ও ওই এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ফতুল্লার দেলপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদারুল আলম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ইটবাহী ট্রাক (নারায়ণগঞ্জ ট-১১-০২৫৪) দেলপাড়া বাজারের সামনে শিশুটিকে চাপায় দেয়। দ্রুত আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা পরপরই ট্রাকটি ফেলে চালক ও হেলপাড় পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর ট্রাকটি ভাংচুর ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আমল সেন্টুর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি শান্ত করা হয়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই দিদারুল আলম।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ওএইচ/