ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে নিহত ৩

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে নিহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ফালান (২৫), আফজাল খান ও অটোরিকশা চালক চাঁন মিয়া ফকির (২৮)।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক কাউসার আহমেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার গভীররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও ঢামেক হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার চালকের মৃত্যু হয়।  

মরদেহগুলো ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।